হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা)-এর সংক্ষিপ্ত জীবনী।

হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা)-এর সংক্ষিপ্ত জীবনী।

হযরত জাবির ইবনে আবদুল্লাহ (রা)-এর সংক্ষিপ্ত জীবনী



নাম ও পরিচিতি : তাঁর নাম জাবির। পিতার নাম আবদুল্লাহ ইবনে উনাইস। তিনি বিখ্যাত সুলামী বংশােদ্ভূত ছিলেন। জাবির (রা)-এর উপনাম ছিল আবু আবদুল্লাহ।

ইসলাম গ্রহণ : তিনি আকাবায়ে উলাতে ইসলাম গ্রহণ করেন। বিশুদ্ধ ঐতিহাসিকদের মত অনুযায়ী আকাবায় যে সাতজন ব্যক্তি ইসলাম কবুল করেছিলেন, তিনি তাঁদের মধ্যে ছিলেন অন্যতম। কারও মতে, তিনি ১৮ বছর বয়সে তাঁর পিতাসহ দ্বিতীয় আকাবায়ে ইসলাম গ্রহণ করেন।


জিহাদে অংশগ্রহণ : ইসলাম গ্রহণের পর তিনি প্রত্যেকটি জিহাদে অংশগ্রহণ করেছেন। এর টিকা উল্লেখ করা হয়েছে যে, তিনি ১৮টি জিহাদে অংশগ্রহণ করেছেন। 

বসবাস : তিনি মদিনা থেকে সিরিয়া গমন করেন। সেখান থেকে আবার চলে যান মিসরে এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন।

হাদিস বর্ণনা : আল্লামা আইনী ও কিরমানি (র)-এর মতে, তিনি ১৫৪০ টি হাদিস বর্ণনা করেছেন ।

ইন্তিকাল : শেষ বয়সে জাবির (রা) অন্ধ হয়ে যান। কিছুদিন অন্ধ অবস্থায় তিনি বেঁচে ছিলেন। ৭৪ হিজরীতে আবদুল মালিকের খিলাফতকালে তিনি মদিনায় ইন্তিকাল করেন। তখন তার বয়স হয়েছিল ৯৪ বছর।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে