রাস্তার হক | সাহাবীদের সময় রাস্তার হক | নবীদের সময় রাস্তা হক | রাস্তার আদব কয়টি ও কি কি।

রাস্তার হক | সাহাবীদের সময় রাস্তার হক | নবীদের সময় রাস্তা হক | রাস্তার আদব কয়টি ও কি কি।

রাস্তার হক


 


অনুবাদ: হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তা'আলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তোমরা সবাই রাস্তার উপর বসা থেকে নিজেদেরকে বিরত রাখবে। সাহাবীগণ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আমাদের তো রাস্তার উপর বসা ছাড়া আর কোনো গন্তব্য স্থান বা বসার জায়গা নেই যেখানে বসে আমরা সবাই আলাপ-আলোচনা করতে পারব।
তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কে বললেন যদি তোমাদের রাস্তায় বসা ছাড়া আর কোন গন্তব্যে স্থান না থাকে তবে রাস্তার হক আদায় করতে হবে।
তখন সাহাবীগণ আল্লাহ-রাসুলকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল! রাস্তার হক কি? উত্তরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাস্তার হক হলঃ

  • নিজের দৃষ্টিকে হেফাজত রাখার
  •  রাস্তায় বসে কাউকে কষ্ট দেওয়া থেকে নিজেকে বিরত রাখা
  • কোন মুসলমান সালাম দিলে সেই সালামের উত্তর দেয়া
  • সর্বদা সৎ কাজের আদেশ দেয়া।
  • মন্দ কাজ থেকে সর্বদা বিরত থাকা

( হাদীসটি ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন)

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে