
এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কর্তব্য|এক মুসলিম অন্য মুসলিমের প্রতি ৬ টি হক|এক মুসলমানের ওপর আরেক মুসলমানের হক|এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের সুনির্দিষ্ট ছয়টি হক-অধিকার রয়েছে
এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের কর্তব্য
হাদিসছে এসেছে :
অনুবাদঃ হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের ছয়টি কর্তব্য রয়েছে।
- যখন কোন মুসলমান রোগাক্রান্ত হবে তখন তার সেবা করা।
- যখন কোন মুসলমান মৃত্যুবরণ করবে তখন তার জানাযার নামাজে উপস্থিত হওয়া।
- যখন কোন মুসলমান অন্য মুসলমানকে আহবান করবে তখন তার আহবানে সাড়া দেওয়া।
- যখন কোন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন তাকে আগে সালাম দেওয়া।
- যখন কোন মুসলমান হাঁচি দেবে তখন তার হাঁচির জবাব দিবে।
- যখন কোন মুসলমান উপস্থিতি থাকুক বা না থাকুক সর্বদা সেই মুসলমানের মঙ্গল কামনা করবে
একটি মন্তব্য পোস্ট করুন