হিজরত কয় প্রকার ও এর হুকুম কী

হিজরত কয় প্রকার ও এর হুকুম কী

 হিজরত কয় প্রকার ও এর হুকুম কী...?



#হিজরত এর প্রকারভেদঃ উমদাতুল কারি প্রণেতা আল্লামা বদরুদ্দীন আইনি (রঃ) এর মত সাত প্রকার। যেমন-----

  • মক্কা হতে আবশায় হিজরত।
  • মক্কা হতে দ্বিতীয় বার আবশা হিজরত।

  • মক্কা হতে মদিনায় হিজরত।
  • আল্লাহর নিষিদ্ধ বস্তু হতে হিজরত।
  • রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর কাছে বিভিন্ন গোত্রের হিজরত।
  • পরবর্তীতে ইসলাম গ্রহণকারী মক্কার নির্যাতিতদের মদিনায় হিজরত।
  • শেষ যুগে ফিৎনা বা বিপদ দেখা দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভাবিষ্যদ্বাণী অনুযায়ী সিরিয়ার দিকে হিজড়া।


আল্লামা রাগিব ইস্পাহানি রহমতুল্লাহি আলাইহি হিজরতকে ভাগ করেছেন অন্য তিনটি স্তরে। যেমনঃ

  • মন থেকে কোন কিছু ভাগ করা।
  • ভাষার দ্বারা কোন কিছু ভাগ করা।
  • স্বশরীরে ত্যাগ করা।


হিজরতের এর হুকুমঃ হিজরতের হুকুমকে তিন ভাগে ভাগ করা যায়।যেমন---

  • ফরজ বা ওয়াজিবঃ ঈমান নিয়ে বসবাস করা ঠিক হলে মুসলিম দেশে হিজরত করা ফরজ।
  • ফরযে কিফায়াঃ গভীর জ্ঞান অর্জনের জন্য হিজরত করা।
  • মুস্তাহাবঃ বাইতুল্লাহ, বাইতুল্লা বায়তুল, মুকাদ্দাস মসজিদে নববী জ্ঞান অর্জনের জন্য কোথাও হিজরত করা মুস্তাহাব।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে