যেসব কারণে অযু করা অত্যাবশ্যক হয়|যেসব কারণে অজু ভেঙে যায় যেসব কারণ|যেসব কাজের জন্য অজু করতে হয়

যেসব কারণে অযু করা অত্যাবশ্যক হয়|যেসব কারণে অজু ভেঙে যায় যেসব কারণ|যেসব কাজের জন্য অজু করতে হয়

যেসব কারণে অযু করা অত্যাবশ্যক হয়





যেসব কারণে অযু করতে হয় তাকে মুজিবাতে অযু বলে। শরীয়তের বিধি-বিধান অনুযায়ী অজু হওয়ার জন্য তিনটি বিষয়বস্তু রয়েছে। যেমনঃ
  • শরীর হতে এমন বস্তু বের হওয়া যার ওপর সকল আলেমের একমত প্রতিষ্ঠিত হয়েছে। যেম- পেশাব, পায়খানা, বায়ু ইত্যাদি।
  • এমন কর্ম যার ফলে ওযু ভঙ্গ হওয়া বা না হওয়ার ব্যাপারে ফুকাহাদের মধ্যে মতভেদ রয়েছে।যেমন- পুরুষাঙ্গ স্পর্শ করা।
  • এমন বস্তু যে ব্যাপারে হাদীসের শব্দ দ্বারা কিছুটা সংশয় সৃষ্টি হয়,, কিন্তু ফুকাহাদের সর্ব সম্মতি বা পরিত্যাজ্য।যেমন- আগুনে পাকানো কোন বস্তু ভক্ষণ করার পর নতুন করে ওযু করতে হবে কিনা..??

* ওযু ভঙ্গের কারণ সমূহ বর্ণনা করা হলোঃ যেসব কারণে ওযু করা অত্যাবশ্যকীয় তা নিচে উল্লেখ করা হলো ইমাম আবু হানিফা (র.) এর মতে অজু ভঙ্গের কারণ নয়টি। যেমনঃ
  1. পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোন কিছু বের হওয়া
  2. শরীরের কোন জায়গা হতে রক্ত পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়া
  3. মুখ ভরিয়া বমি করা
  4. শুয়ে ঘুমিয়ে পড়লে
  5. এমন জিনিসে হেলান দিয়ে ঘুমিয়ে পড়লে যা সরিয়ে নিলে সে পড়ে যাবে
  6. নামাজের ভিতরে অট্টহাসি দিলে
  7. অচেতন বা মস্তিষ্ক বিকৃতি হলে
  8. পাগল হলে
  9. থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা তার চেয়ে বেশি হওয়া
বুখারী ও মুসলিম শরীফের মধ্যে রয়েছে।। হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা হতে বর্ণিত। তিনি বলেন,, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন- যার ওযু ভঙ্গ হয়ে গেছে তার নামাজ কবুল করা হবে না। যে পর্যন্ত না সে অজু করে।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে