ঈমান সম্পর্কে হাদিস

ঈমান সম্পর্কে হাদিস

ঈমান সম্পর্কে হাদিস






অনুবাদঃ আমীরুল মু'মিনীন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তা'আলা হতে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত ছিলাম। এমন সময় হঠাৎ করে একজন ব্যক্তি এসে উপস্থিত হলেন। তাঁর পরনে ছিল ধবধবে সাদা, আর মাথার চুল ছিল কুচকুচে কালো। তার মাঝে কোন সফরের চিহ্ন দেখা যায় নি। এবং আমাদের কেউ তাকে চিনতে পারেনি। অবশেষে লোকটির নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এসে বসলেন এবং হাটু দুইটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাটুর সাথে মিলিয়ে এবং তার দুহাত রাসুলুল্লাহ সাঃ এর হাঁটুর উপর রাখলেন। এবং লোকটি বলতে, লাগলেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইসলাম হলোঃ
  • তুমি এই কথার সাক্ষ্য দিবে যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল
  • নামাজ প্রতিষ্ঠা করবে,
  • যাকাত আদায় করবে
  • রমজান মাসে রোজা রাখবে
  • এবং পথ খরচে সামর্থ্য হলে হজ্জ পালন করবে। 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাব শুনে লোকটি বলে উঠলেন আপনি সত্যি বলেছেন। বর্ণনাকারী হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন আমরা আশ্চর্য হলাম যে, লোকটির অজ্ঞের মতো প্রশ্ন করেছে এবং বিজ্ঞের উত্তরের সত্যায়ন করেছে। লোকটি পুনরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম উত্তরে বলেন, ঈমান হলো--- আল্লাহ তাঁর ফেরেশতাকুল, কিতাবসমূহ, রাসূলগণ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং ভাগ্যের ভাল-মন্দের উপর বিশ্বাস স্থাপন করা। জবাব শুনে সেই লোকটি বললেন আপনি ঠিকই বলেছেন। এরপর লোকটি বলেন আমাকে ইহসান সম্পর্কে খবর দিন। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমনভাবে আল্লাহর এবাদত করো যেন তুমি তাকে দেখতে পাচ্ছ, যদি তুমি তাকে দেখতে না পাও, তাহলে মনে করবে যে আল্লাহ  তোমাকে দেখতে পাচ্ছেন। এরপর লোকটি বললেন আমাকে কেয়ামত সম্পর্কে অবহিত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বিষয়ে তাকে প্রশ্ন করা হচ্ছে তিনি প্রশ্নকারীর চেয়ে বেশি অবহিত নন। সে বলল, তাহলে আমাকে কিয়ামতের নিদর্শন সম্পর্কে অবহিত করুন। নবী করিম সাঃ বলেন, তার নির্দেশগুলো---
  • দাসি তার মনিরকে প্রসব করবে
  • দ্বিতীয়তঃ তুমি দেখতে পাবে যে যাদের পায়ের জুতা ও পরিধানের কাপড় নেই, নিঃস্ব এবং বকরির রাখাল বড় বড় প্রসাদ তৈরিতে পরস্পরের প্রতিযোগিতা করছে।
বর্ণনাকারী বলেন এরপর লোকটি চলে গেলেন এবং আমরা বেশ কিছু সময় অবাক হয়ে বসে থাকলাম। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাকে সম্বোধন করে বলেন হে ওমর! তুমি কি জানো প্রশ্নকারী লোকটিকে? আমি বললাম, আল্লাহ ও তাঁর রাসূল সাঃ ই ভাল জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি হলেন হযরত জিবরাঈল আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কে দিন শিক্ষা দেওয়ার জন্য আগমন করেছিলেন। (মুসলিম) হাদিস টি কিছু বেশ কর্ম সহ হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বর্ণনা করেছেন। তাতে এ কথাগুলো রয়েছে যে, যখন তুমি নগ্নপদ কোন নগ্ন দেহ বিশিষ্ট বধির  ও বোবাদের কে পৃথিবীর শাসক হিসেবে দেখতে পাবে।( আরে কথা আছে যে,) এমন পাঁচটি বিষয় আছে যেগুলোর জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো নেই। অবশেষে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের আয়াত তেলাওয়াত করলেন যার অর্থ হলো --নিশ্চয়ই আল্লাহর নিকট কেয়ামতের জ্ঞান রয়েছে এবং কখন বৃষ্টি বর্ষণ করবেন তা তিনিই ভালো জানেন । (বুখারী ও মুসলিম)

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে