আমলের বিষয়ে হাদিস

আমলের বিষয়ে হাদিস

আমলের বিষয়ে হাদিস 




আনুবাদঃ হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। তিনি বলে, আমরা একদা বসা ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর চারপাশে আর আমাদের সাথে হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ও ছিলেন দলের মাঝে। অতপর রাসূলুল্লাহ সাঃ উঠে চলে গেলেন আমাদের মধ্যে স্থান থেকে এবং তিনি আমাদের নিকট আসতে অনেক বেশী দেরি করলে। ফলে আমরা ভীত কম্পিত হয়ে পড়লাম যে আমাদের অনুপুস্থিতিতে তিনি কোন বিপদে পড়লেন কিনা। এতে আমরা ব্যতিব্যস্ত হয়ে তার খোঁজে বের হয়ে পড়লাম। আর আমি সর্বপ্রথম অত্যাধিক ব্যতিব্যস্ত হয়ে রাসূলুল্লাহ সাঃ এর খোঁজে বের হয়ে পড়লাম, অবশেষে তাকে খোঁজ করতে করতে আমি বনি নাজ্জার গোত্রের জনৈক আনসারীর এই প্রাচীর বিশিষ্ট বাগানের নিকট এসে পৌছালাম। এবং এর চতুর্দিকে আমি ঘুরতে লাগলাম যে, এর ভিতর প্রবেশ করার কোন দরজা পাই কিনা? কিন্তু আমি সেখানে প্রবেশ করার মত কোন দরজা খুঁজে পাইনি। হঠাৎ আমি দেখতে পেলাম যে, বাহির হতে একটি কূপ হতে একটি ছোট নালা বাগানের ভিতর প্রবেশ করেছে। হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন যে, আমি নিজের দেহকে সংকুচিত করে তার মধ্যে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট প্রবেশ করলাম। তিনি আমাকে দেখে বললেন, আবু হোরায়রা নাকি? আমি বললাম হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি এখানে কিভাবে এলে। আমি বললাম, আপনি আমাদের মাঝে বসা ছিলেন এরপর হঠাৎ আপনি উঠে এসে এত দেরী করলেন যে, আমরা ভীত হয়ে পড়লাম। না জানি আপনি আমাদের অনুপস্থিতিতে কোন বিপদে পড়লেন কি না? ফলে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়লাম। আর আমি সবচেয়ে বেশি চিন্তিত হয়ে পড়লাম ফলে আপনাকে খুঁজতে খুঁজতে এই দেয়ালের নিকট এসে পড়লাম এবং আমি নিজেকে গুটিয়ে নিলাম, যেমনি ভাবে শিয়াল নিজেকে সংকুচিত করে ফেলে। আর ওই সমস্ত লোকেরা আমার পশ্চাতে রয়েছে। তখন রাসূলুল্লাহ আমাকে তার পাদুকাদ্বয় দিয়ে বললেন, আবু হুরায়রা। এ দুটি নিয়ে যাও এবং দেয়ালের ওপারে যার সাথে সাক্ষাৎ পাবে; সে যদি অন্তরের স্থির বিশ্বাসে এটা সাক্ষ্য দেয় যে 'আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই' তাকে বেহেস্তের সুসংবাদ প্রদান কর।
হযরত আবু হোরায়রা রাদিয়াল্লাহু তা'আলা বললেন, আমার সর্বপ্রথম হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাথে সাক্ষাৎ হলো। তখন তিনি বললে,হে আবু হোরায়রা! তুমি এই জুতা দুটি কোথায় পেলে? আমি বললাম এই দুটি রাসুলুল্লাহ সাঃ এর জুতা। এ দুটিসহ তিনি আমাকে এই বলে পাঠিয়েছেন ,  রাস্তায় যার সাথে সাক্ষাৎ হবে সে যদি মনেপ্রাণে সাক্ষ্য দেয়া য়ে, আল্লাহ ছাড়া কোন  প্রভু নেই' তাকে যেন আমি জান্নাতের সুসংবাদ প্রদান করি। একথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু আমার বুকের উপর এমন আঘাত করলেন যে, আমি চিৎ হয়ে পড়ে গেলাম এবং তিনি রাগত স্বরে বললেন, হে আবু হোরায়রা তুমি ফিরে যাও। ফলে আমি রাসুলুল্লাহ সাঃ এর নিকট ফিরে গেলাম এবং রাগান্বিত অবস্থায় তার নিকট অভিযোগ করলাম দেখলাম।হযরত ওমর আমার ঘাড়ে আরোহন করলেন অর্থাৎ তিনি (আমার পশ্চাতে ছিলেন আমার পিছনে পিছনে পৌঁছালেন) এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা! তোমার কি হলো? আমি বললাম প্রথমেই আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর সাক্ষাৎ পেলাম এবং তাকে যে সংবাদ প্রদান করে যা নিয়ে আপনি আমাকে প্রেরণ করেছেন। ফলে তিনি আমার বক্ষের উপর এমন জোরে ঘুষি মারলেন, তাতে আমি চিৎ হয়ে পড়ে গেলাম। এরপর আমাকে বললেন, যাও ফিরে যাও। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এরূপ করলে কেন হে ওমর? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বললে,হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আপনার ওপর আমার পিতা মাতা কোরবান হোক! আপনি কি আবু হুরায়রা কে আপনার পাদুকাদ্বয়সহ তাকে এই কথা বলে পাঠিয়েছেন যে, যার সাথে সাক্ষাৎ হবে সে যদি মনেপ্রাণে এই সাক্ষ্য প্রদান করে ,আল্লাহ ব্যতীত কোন প্রভু নেই তাকে বেহেস্তের সুসংবাদ প্রদান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ! তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু বলেন, আপনি অনুগ্রহপূর্বক এরূপ করবেন না। কেননা আমি ভয় করি যে, মানুষ এর উপর নির্ভর করে বসে থাকবে আমল করবে না। সুতরাং আপনি মানুষদেরকে আমল করার প্রতি ছেড়ে দিন। ফলে রাসুলুল্লাহ সাঃ ও বললেন, ঠিক আছে তাদেরকে আমল করার সুযোগ দান করো।।(মুসলিম শরীফ)

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে