নবী করীম (সঃ)এর নিকট রাবিয়া গোত্রের দল কেনো এসেছিলেন..?

নবী করীম (সঃ)এর নিকট রাবিয়া গোত্রের দল কেনো এসেছিলেন..?

নবী করীম (সঃ)এর নিকট রাবিয়া গোত্রের দল কেনো এসেছিলেন..? 



 

#অনুবাদঃ হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন আবদুল কায়েস গোত্রের প্রতিনিধি দল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আসলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এরা কোন সম্প্রদায়ের অথবা এরা কোন প্রতিনিধি দল? তারা বললেন, আমরা রাবিয়া গোত্রের লোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সম্প্রদায়ের অথবা ওই প্রতিনিধি দলের আগমন শুভ হোক যারা বিনা লাঞ্চিত ও বিনা লজ্জায় আসেনি। এবং তারা বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হারাম মাস ব্যতীত 

অন্য সময় আপনার নিকট আসতে পারি না। কেননা আমাদের ও আপনার মাঝে এ কাফের মুযার গোত্রটি অন্তরায় হিসেবে বসবাস করে, কাজেই আপনি আমাদেরকে এমন কিছু সুস্পষ্ট বিষয় নির্দেশ প্রদান করুন যেগুলো আমরা আমাদের পিছনের লোকদের জানাতে পারি (যারা আসেনি) তাদের নিকট পৌঁছে দেব এবং সেগুলোর উপর আমরা আমল করে বেহেশতে প্রবেশ করব। আর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন পানপাত্র সম্পর্কে, উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চারটি বিষয়ে আদেশ করলেন, এবং চারটি বিষয়ে তাদেরকে নিষেধ করলেন।যেমনঃ
তিনি তাদেরকে এক আল্লাহর উপর ঈমান আনয়নের আদেশ দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এক আল্লাহর প্রতি ঈমান আনোয়ার এর তাৎপর্য কি.? তারা বললেন আল্লাহ এবং তাঁর রাসূলের এ ব্যাপারে সর্বাধিক জ্ঞাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই এবং হযরত মুহাম্মদ সাঃ আল্লাহর রাসূল।
  1. নামায প্রতিষ্ঠা করো।
  1. যাকাত প্রদান করে।
  1. রমজানের রোজা রাখা এবং।
  1. গনিমতের এক পঞ্চমাংশ প্রদান করা।

এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরো চারটি বিষয়ে নিষেধ করলেন, আর সেগুলো হলোঃ
  1. মাটির তৈরি সবুজ কলসি।
  1. কদুর শুকনো খোল,
  1. খেজুর বৃক্ষ মূল এর পাত্র এবং
  1. আলকাতরা দ্বারা মালিশকৃত পাত্র

এগুলো ব্যবহার করতে নিষেধ করেন এবং এরপর বলেন তোমরা একথাগুলো সংরক্ষণ করবে এবং তোমাদের সম্প্রদায়ের অবশিষ্ট লোকদের নিকট জানিয়ে দেবে।
(বুখারী ও মুসলিম) একথাগুলো বুখারীর..!

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে