আমলের গুরুত্ব

আমলের গুরুত্ব

 আমলের গুরুত্ব


ইসলাম ধর্মে আমলের গুরুত্ব অপরিসীম। আমলহীন মুসলমান ফল শূন্য গাছের মত। আমলই ঈমানের পরিচয় বহন করে।আমলইীন ব্যক্তির ঈমানের দাবী অসার। এবং যারা অন্য ব্যক্তিকে আমল করার বিষয়ে আদেশ উপদেশ দেয়, অথচ নিজেরা আমল করে না। তারা জঘন্যতম অপরাধে  অপরাধী হবে। সুতরাং তাদেরকে দোযখের কঠিন থেকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। যা আমরা অত হাদিস দ্বারা জানতে পারবো।একথার অর্থ এই নয় যে, আমল করার অজুহাত দেখিয়ে কেউ আদেশ ও উপদেশ দান একেবারেই ছেড়ে দেবে। বরং আমল করার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি আদেশ ও উপদেশ দায়িত্ব ও সমান গুরুত্ব সহকারে পালন করতে হবে।


আমলের গুরুত্ব  এই বিষয়ে একটি হাদিস হলোঃ

অনুবাদঃ হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। আমি ইসরার মিরাজের রাজনীতিতে কতজন লোকদের দেখলাম তাদের ঠোঁট আগুনের কাঁচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। তখন আমি বললাম, হে জিবরী!! এরা কা?? তিনি বললেন, এরা আপনার উম্মতের বক্তাগণ, তারা মানুষদেরকে নেক কাজের জন্য আদেশ দিত এবং নিজেদেরকে নেক কাজ হতে ভুলায়ে রাখতো। (শরহুস সুন্নাহ ও শুয়াবুল ইমান) ইমাম বাইহাকী শুয়াবুল কিতাবের উপর এক রেওয়ায়েতে আছে-- তারা আপনার উম্মতের অন্তর্ভুক্ত  বক্তাগণ যারা এমন কিছু বলতো যা তারা করত না, তারা আল্লাহর কিতাব পাঠ করত কিন্তু তদানুযায়ী আমল করত না।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে