নবীগণের পরিচিতি

নবীগণের পরিচিতি

নবীগণের পরিচিতি







আল্লাহ ধরাপৃষ্ঠে মানুষ সৃষ্টি করার পর থেকে তাদের সুশৃঙ্খলা মত চলার জন্য এবং সৃষ্টিকে জানার জন্য তার ওই বান্দাগণের মধ্যে বিশেষ মান মর্যাদা এবং কিছু অলৌকিকতা দানে কিছু মানবদেহের পথপ্রদর্শক হিসেবে মনোনীত করেছেন। তাদেরকে পৃথিবীর মানুষের জন্য প্রেরিত পুরুষ হিসেবে যুগে যুগে বিভিন্ন কউমের নিকট প্রেরণ করেছেন তারাই নবী বা রাসূল। তিনি বিশ্বনবী বা আখেরী নবী তার ওপর এই মহান আল্লাহ 30 পারা (ঐশীবাণী) কোরআন অবতীর্ণ করেছেন মানবজাতির পথপ্রদর্শক হিসেবে। তারপরে আর কোন নবী রাসূল আসবে না নবুয়্যাুতের সিলসিলা এখানেই সমাপ্ত।

এই পোস্টগুলি আপনার ভাল লাগতে পারে